বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে শান্তি, সহনশীলতা এবং বৈচিত্র্যতা প্রচারের লক্ষ্যে ‘সেইভ’ এর উদ্যোগে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ও ১৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত এই কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৭৮ জন শিক্ষার্থী।
কর্মশালায় মাস্টার ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রো গভর্নেন্স রিসার্চ ইনিশিয়েটিভের (এমজিআর) প্রোগ্রাম অফিসার ও ‘সেইভ’ ইয়ুথ এর মাস্টার ট্রেইনার মোঃ আবদুল্লাহ আল সাঈদ, গাজী রওশান হাবিব অনিকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সেইভ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক মোঃ মাজহার উদ্দিন ভূইয়া।
অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সোহেল রানা।
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সেইভ সদস্য গোলাম রাব্বানী মারুফ কর্মশালা সম্পর্কে বলেন, “এই কর্মশালাগুলির মাধ্যমে আমরা শান্তি, সহনশীলতা এবং বৈচিত্র্যের মূল্যবোধ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের বিশ্বাস, এই কর্মশালাগুলি নতুন প্রজন্মের মধ্যে নৈতিক নেতৃত্বের বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।”
কর্মশালায় অংশগ্রহণকারীরা শান্তি, সহনশীলতা এবং বৈচিত্র্যতা সম্পর্কে ধারণা লাভ করেন। এছাড়াও, তারা দলগত কাজ, আলোচনা এবং উপস্থাপনার মাধ্যমে এই ধারণাগুলোকে প্রয়োগ করার সুযোগ পান।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা মতামত দিতে গিয়ে বলেন যে এই কর্মশালা তাদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, নেতৃত্বের বিকাশ ও সহিষ্ণুতার প্রতি গুরুত্ববোধ বৃদ্ধি করেছে। তারা আরও বলেন যে তারা এই ধারণাগুলো তাদের নিজ নিজ জীবনে প্রয়োগ করার চেষ্টা করবেন।
উল্লেখ্য যে, সেইভ ইয়ুথ এই দুটি সহ ১৫ টি বিশ্ববিদ্যালয়ে মোট ৭৬ টি কর্মশালার আয়োজন করেছে।